ন্যাভিগেশন মেনু

নড়াইলে মাশরাফির ‘ডক্টরস সেফটি চেম্বার’


সরকারী অর্থায়ন ছাড়াও এই সময়ে করোনা মোকাবেলায় নিজের অর্থায়নে বেশ কিছু কাজ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২৫’শ পরিবারকে খাদ্য সহায়তা, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম, ডাক্তার, সাংবাদিকদের জন্য ৬৪০টি মতো পিপিই, জীবাণুনাশক কক্ষ স্থাপন করে এরিমধ্যে উদাহরণ তৈরি করেছে সারা দেশে। মাননীয় প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন তার এসকল কাজে।

এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত অর্থায়নে ও পরিকল্পনায় করোনা মোকাবেলায় স্বাস্থ্যখাতের ‘ডক্টরস সেফটি চেম্বারের’  উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নড়াইল সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। 

তিনি জানান, আমাদের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা শুরু থেকেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আজ ডক্টরস চেম্বার স্থাপন করেছেন। যা এরিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কাজ উনাকে নিঃসন্দেহে আলাদা করছে। এই চেম্বার স্থাপনের মাধ্যমে ডাক্তাররা যেমন সুরক্ষিত থাকবে, রোগীরাও নির্ভয়ে স্বাস্থ্য সেবা পাবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালেল তত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর, মাশরাফি বিন মর্তুজার পিতা গোলঅম মর্তুজা স্বপ্ন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইলিয়াছ হোসেন প্রমূখ।

ওআ