ন্যাভিগেশন মেনু

নতুন এমপিওভুক্ত ২৫৫০ শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বেতন-ভাতা ছাড়


নতুন এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) ২৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বুধবার (২০ মে) ১০ মাসের বেতন, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৩১ মে পর্যন্ত বকেয়া বেতন-বোনাসের টাকা তুলতে পারবেন।

অধিদপ্তর ২৪টি চেকের মাধ্যমে এসব বেতন-ভাতার অর্থ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে।

নতুন এমপিও পাওয়া শিক্ষক-কর্মচারীদের গত বছরের ১ জুলাই থেকে বেতনের সরকারি অংশ দেওয়া হবে।

গত বছরের ১ জুলাই থেকে গত মার্চ মাস পর্যন্ত বকেয়া নয় মাসের বেতন, গত এপ্রিল মাসের বেতন, গত কোরবানির ঈদের উৎসব ভাতার সঙ্গে রোজার ঈদের উৎসব ভাতা একসঙ্গে ছাড় করেছে সরকার।

২০১৯ সালের ২৩ অক্টোবর ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হয়। এর আগে সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

এডিবি/