ন্যাভিগেশন মেনু

নতুন নেতৃত্বে মোহামেডান


ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানের পরিবর্তে মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।

রবিবার (১৩ জুন) বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে দেখা যায় শুভাগতকে।

আবাহনী-মোহামেডান ম্যাচে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়ায় সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। অখেলোয়াড়সুলভ আচরণ করায় ঘরোয়া ক্রিকেটে ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশের এই পোস্টারবয়কে। ফলে মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব।

সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরবেন তিনি। আর মোহামেডান যদি সুপার লিগে উঠে তবে পরের পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি।

এর আগে শুক্রবার (১১ জুন) মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বি আবহানীর বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ারের দুটি সিদ্ধান্তে দুইবার মেজাজ হারান সাকিব আল হাসান। একবার নিজের বলে এলবিডব্লিউ-এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন। পরের ওভারেই বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করলে আবারও মেজাজ হারান সাকিব। তেড়ে এসে স্ট্যাম্প উপড়ে ফেলে আছাড়া মারেন।

ওয়াই এ/এডিবি/