ন্যাভিগেশন মেনু

নতুন বছরকে কেন্দ্র করে বিধি-নিষেধ আরোপ

নিষেধ অমান্য করলে ব্যবস্থা নেবে পুলিশ

সারাবিশ্বেই থার্টি ফার্স্ট বা নতুন বছরের প্রথম ক্ষণটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হয়। নতুন বছর ২০২৩  উদযাপন উপলক্ষে এসব অনুষ্ঠান ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর পুলিশ বরাবরের মতো কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।

শনিবার সন্ধ্যা থেকে  ঢাকার সব বার বন্ধ করতে বলা হয়েছে; নিষিদ্ধ করা হয়েছে ফানুস ওড়ানো। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে । কোথাও কোনো ধরনের আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন।

২০২৩ সাল শুরুর আগের দিন শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই ফানুস ওড়ান। আমরা এটা ওড়াতে নিষেধ করছি, কারণ এটার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এটা কেউ ওড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান গোলাম ফারুক।

ডিএমপি  কমিশনার আরও বলেন, বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না। উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সমাবেশ, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ডিজে পার্টি আয়োজন করা যাবে না । তবে ইনডোর অনুষ্ঠান করা যাবে বলে জানান তিনি।

বিনোদন কেন্দ্র হাতিরঝিল এলাকায় হৈ হুল্লোড়, সীমা অতিক্রম করে গাড়ি চালানো, মোটর সাইকেলে রেস করা যাবে না এবং গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। এসব এলাকায় বসবাসরতদের নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী ক্রসিং ব্যবহার করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তিকে বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।”

রাত ৮টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার অনুরোধও করেন তিনি।

এসব বিধি-নিষেধের কথা জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “এর ব্যতয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”