NAVIGATION MENU

নতুন ৩ ফিচার এলো ইনস্টাগ্রামে


আমারা প্রত্যেকের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম ইনস্টাগ্রামে ।

নতুন ৩টি ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম। এগুলো হলো - স্লো মোশন, ইকো এবং ডুও।

এই নতুন ফিল্টারগুলো ছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের বুমেরাং স্টোরিগুলোর দৈর্ঘ্য কাটতে বা সংক্ষিপ্ত করতে পারবে।

ইনস্টাগ্রাম স্টোরি ক্যামেরায় গিয়ে সেখানে বুমেরাংয়ে ঢুকলে এই নতুন ফিচারগুলো ব্যবহার করা যাবে।

নতুন ফিচার গুলোর কাজ হল-

স্লো মোশন: এই ফিল্টারটির মাধ্যমে ভিডিওগুলোর স্পিড কমিয়ে অর্ধেক করা যায়।

ইকো: ইনস্টাগ্রামে কোনো বুমেরাং ভিডিওতে দ্বৈত দৃষ্টি প্রভাব তৈরি করতে সহায়তা করে।

ডুও: ভিডিওর গতি বাড়ানো এবং কমানো যায়। সাথে টেক্সচারও অ্যাড করা যায়।

বুমেরাং ব্যবহারের পদ্ধতি-

১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

২. এরপর আপনার ইনস্টাগ্রাম স্টোরি ক্যামেরাতে ক্লিক করুন।

৩. এবার বুমেরাং এ যেতে ডানদিকে সোয়াইপ করুন।

৪. এবার শাটার বোতামে ক্লিক করে বুমেরাং ভিডিও রেকর্ড করতে শুরু করুন।

৫. এরপর সেই ভিডিওটি রেকর্ড করার পর নতুন ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো পরিবার ও বন্ধুর সাথে শেয়ারও করতে পারবেন।

ওআ / এস এস