ন্যাভিগেশন মেনু

নন-এমপিও শিক্ষকের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী


কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট পরিস্থিতিতে সরকারের মাসিক পেমেন্ট অর্ডার (এমপিও) ব্যবস্থা বহির্ভুত স্কুল, কলেজ ও মাদরাসার ১ লাখ ৬৭ হাজার ২২৫ শিক্ষক-কর্মচারীকে আর্থিক সহায়তা প্রদানে বিশেষ অনুদান হিসাবে প্রায় ৭৫  কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক নন-এমপিও শিক্ষক এককালীন অনুদান পাবেন পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা।

জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে অমিল থাকাসহ কিছু সমস্যার জন্য ঈদের আগে নির্ভুল তালিকা তৈরি করতে না পারায় শিক্ষকদের হাতে এই টাকা পৌঁছাতে দেরি হলো। 

এর আগে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও নগদ সহায়তা দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে শিক্ষকদের ৫০০০ টাকা করে এবং কর্মচারীদের ২৫০০ টাকা করে নগদ সহায়তার প্রস্তাব করা হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সরকার থেকে বেতন না পাওয়ায় তাদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

নন এমপিও শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদরাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে (প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ কোটি ১৮ লাখ টাকাসহ মোট ৭৪ কোটি ৮১ লাখ টাকা এককালীন অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর লকডাউনের সময়ও এসব শিক্ষক-কর্মচারীরা একই হারে সহায়তা পেয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সংস্থান করা হয়েছিল।

এডিবি/