NAVIGATION MENU

নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায় পৃথক ভাবে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের আজমান মিয়ার দুই ছেলে শাহান মিয়া (১০), ও রাহান মিয়া (০৭)এবং সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমরেন্দ্র বৈষ্ণবের ছেলে সুপ্ত বৈষ্ণব (০৯)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সন্ধ্যায় তাঁরা খেলা করতে যায় এবং তখনই বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শাহন মিয়া। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই রাহান মিয়াও ঝাঁপ দেয় পুকুরে।  সাঁতার না জানায় দু’জনই তলিয়ে যায়। পরে খোঁজাখুজির পর পরিবারের লোকজন দুই ভাইকে পানি থেকে উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, বিকেলে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমরেন্দ্র বৈষ্ণবের ছেলে সুপ্ত বৈষ্ণব (০৯) হবিগঞ্জের নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তাকেও মৃত ঘোষণা করে।

 সিবি /এসএস