ন্যাভিগেশন মেনু

নভেম্বরের শেষার্ধে আগমন শীতের


এবার সময়ের খানিকটা আগেই শীতের আগমন ঘটছে। অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে পুরোদমে ব্যাটিং শুরু করবে শীত। একধাক্কায় তাপমাত্রাও নেমে যাবে।  

আগামী বৃহস্পতিবার পর্যন্ত শীতের আমেজ টের পাওয়া যাবে। বিশেষ করে উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা।

এদিকে  পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ  বঙ্গোপসাগরে নিন্নচাপে পরিনত হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়এ পরিনত হতে পারে। আগামী ২৫-২৬ তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশ/তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকায় বাংলাদেশে বৃষ্টি ব্যতিত অন্য কোন দুর্যোগের আশঙ্কা নেই । 

সম্ভাব্য ঘূর্ণিঝড় এর প্রভাবে আগামী  ২৫-২৭ তারিখ  বাংলাদেশের আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেশের দক্ষিণাঞ্চলের আকাশে মেঘের উপস্থিতিসহ কিছু স্থানে বিক্ষিপ্তবৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী ২৪ ঘন্টায়। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমের জেলাসমূহের আকাশ পরিষ্কার থাকায় আজ রাত থেকেই শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশও মেঘমুক্ত হলে সেখানে ধীরে ধীরে শীতের আমেজ বৃদ্ধি পেতে পারে। তবে এরকম শুষ্ক ও শীতল আবহাওয়া খুব বেশি দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা নেই। কারণ পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরের নিকটবর্তী স্থানে একটি সিস্টেম তৈরী হয়েছে।

নভেম্বরের শেষ সপ্তাহে শীত আগমনের আমেজে খুশি শীতবিলাসী মানুষজন।

এস এস