ন্যাভিগেশন মেনু

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী আটক


বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৮৭৫ পিস ইয়াবাসহ জান্নাতুল মীম (২৪) নামে এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোরাদ রাবার বাগান থেকে তাকে আটক করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটককৃত জান্নাতুল মীম বান্দরবান জেলার থানচি উপজেলার ৩৬০নং কোয়াইক্ষ্যং মৌজার ৩নং ওয়ার্ডের শাহাজানপাড়ার সাহাব উদ্দীনের স্ত্রী ।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত নারী একজন মাদকব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনাপাড়াস্থ মোরাদ রবারবাগানের প্রবেশ মুখ থেকে ৮৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।

এসসি/এসএ/এডিবি/