ন্যাভিগেশন মেনু

নাকের স্প্রে’তেই ধ্বংস করোনাভাইরাস


রোগ প্রতিরোধের ক্ষমতা মানুষকে দিয়েছেন ঈশ্বর। সেভাবেই মানুষ রোগকে প্রতিহত করছে।এবার প্রমাণ মিলল নাকের স্প্রেতেই ধ্বংস হচ্ছে প্রাণী দেহের ৯৬ শতাংশ করোনা ভাইরাস।

অস্ট্রেলিয়ার এনা রেসপিরেটরি নামে একটি কোম্পানি এমনটি দাবি করেছে।কোম্পানিটি জানায়, সাধারণ ঠাণ্ডা লাগা ও জ্বরের মোকাবিলা করার জন্য তৈরি নাকের স্প্রে নাকি করোনা ভাইরাস মোকাবেলায় কাজে দিচ্ছে।

অবশ্য  স্প্রেটি অন্য প্রাণীর শরীরে পরীক্ষাও করা হয়েছে। ট্রায়ালে দেখা গেছে, প্রাণীদের দেহে ৯৬ শতাংশ ভাইরাস ধ্বংস করতে সক্ষম হয়েছে এই স্প্রে।

ইনা-০৫১ নামের একটি নাকের স্প্রেটি আগামী চার মাসের মধ্যে মানব শরীরে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থা। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সেটি হিউম্যান ট্রায়ালের পর আরও স্পষ্ট করে বোঝা যাবে বলে জানানো হচ্ছে। তারপরেই পাওয়া যাবে বিভিন্ন সরকারি অনুমতি।

যদিও সাধারণ মানুষ এটি কবে থেকে পাবেন, তা নিয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি । কারণ, ওষুধ পরীক্ষার আরও বেশ কয়েকটি ধাপ এখনও বাকি রয়েছে। এই প্রজেক্টটি করতে সংস্থার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

এস এস