ন্যাভিগেশন মেনু

নাটোরে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় মিল্লাত হোটেল নামে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন(৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসময় মৃত ব্যক্তির পাশ থেকে একটি সুইসাইড নোট এবং যোগাযোগের জন্য তিনটি মোবাইল নম্বর উদ্ধার করা হয়েছে।

আনোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা সদরের ৮নং ওয়ার্ডের এজাতুল্লার ছেলে ।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে আনোয়ার হোসেন হোটেল মিল্লাতে ওঠেন। এরপর রবিবার বিকালে কোন এক সময় তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে রসি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে সারাদিন ঘর থেকে বের হতে না দেখে বিকালে হোটেল বয় ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে হোটেল কক্ষ থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় ওই ঘর থেকে একটি সুই সাইড নোট উদ্ধার করা হয়। নোটে লেখা ছিল আমি যে কোন সময় মারা যেতে পারি। আমার মৃত্যুর পরে এই তিনটি মোবাইল উল্লেখিত এই তিনটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

পুলিশের একটি সূত্র জানায়, মৃত ব্যক্তির উল্লেখিত নম্বরে যোগাযোগ করে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। অনেকে তার কাছে টাকা পয়সা পেত। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের বাংলাদেশ পোস্টকে জানান, লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

কে আর/ এস এ/ওআ