ন্যাভিগেশন মেনু

নাটোরে গৃহবধূর শ্লীলতাহানিতার বিচারের দাবিতে মানববন্ধন


নাটোর শহরতলীর হাজরা এলাকায় তিন মাসের গর্ভবতী গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২২ মার্চ) দুপুরে হাজরা নাটোর এলাকা থেকে শতাধিক নারী, পুরুষ বিক্ষোভ মিছিল বের করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, আদিবাসী নেতা পরিতোষ অধিকারী, মুক্তগোপাল সরকার, আলী ইমরান মোহন, মকবুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করেন, হাজরাবাসী দীর্ঘদিন ধরে সুদ ব্যবসায়ী খুশি বেগম, মোমেনা বেগম, মিতা সরকার এবং তাদের পালিত সন্ত্রাসীর হাতে জিম্মি। সুদের টাকা আদায় করার নামে তারা অত্যাচার, নির্যাতন, জবরদখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গত শনিবার বিকেলে তাদের হাতে তিন মাসের এক গর্ভবতী শ্লীলতাহানির শিকার হন। ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করলেও এখনও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

কেআর/এসএ/এডিবি/