ন্যাভিগেশন মেনু

নাটোরে ডাকাতি মামলার ৬ আসামী গ্রেপ্তার


নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় মেসার্স কুদ্দুস অটোজ-এ ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো - পটুয়াখালী জেলা সদরের গেরাখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে আমির হোসেন (৩৫), একই এলাকার বহলগাছিয়া গ্রামের সোবহান সিকদারের ছেলে আবুল কালাম, বরগুনা জেলার আমতলি থানার হলদিয়া গ্রামের মৃত মমতাজ ফারাজীর ছেলে মজিউদ্দিন, একই এলাকার তক্তাবুনিয়া গ্রামের হাতেম গাজীর ছেলে মনির হোসেন গাজী, নড়াইল জেলা সদরের আগদিবিছারী গ্রামের রশিদুজ্জমানের ছেলে আবু হোসেন (৪০) এবং গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম।

গত ১১ মার্চ ডাকাতির পরে পুলিশের ৪টি টিম নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং নাটোর থেকে লুন্ঠিত নতুন পুরাতন ১১৬টি ব্যাটারি, খুলনা থেকে ৬৫টি ব্যাটারি উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে। 

পুলিশ সুপার জানান, গত ১১মার্চ রাতে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার দুই নাইটগার্ডকে রশি দিয়ে বেধে মেসার্স কুদ্দুস অটোজ নামে ইজিবাইক ও ভ্যানগাড়ির ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে নগদ ৩২ হাজার টাকা ও অটো বাইকের ৬৩টি ব্যাটারি এবং ভ্যানগাড়ীর ১২ সেট ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ কাছিকাটা টোলপ্লাজা থেকে নতুন ও পুরাতন ব্রান্ডের ১১৬টি ব্যাটারি ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ আমির হোসেন ও মহিউদ্দিনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ি পরবর্তীতে আবুল কালাম ও মনির হোসেন, জেলার বড়াইগ্রাম এলাকা থেকে খুলনার খালিশপুর এলাকা থেকে আবু হোসেন ও সোনাডাঙ্গা এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সার্কেলের এএসপি মহসিন আলী, ট্রাফিক ইন্সপেক্টর বিকির্ণ কুমারসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/ওয়াই এ /এডিবি