ন্যাভিগেশন মেনু

নাটোরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫৫৮ গৃহহীন পরিবার


নাটোরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৫৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহ হস্তান্তর করেন।

এ সময় নাটোর সদর উপজেলার সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপলক্ষে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শহারিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা।

সারাদেশে পরিবার প্রতি দুই শংতাংশ জমি ৬৬ হাজার ১৮৯টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে নাটোরে ৯ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৫৫৮টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, ৫৫৮টি ঘর ছাড়াও সংসদ সদস্য ও জেলা পরিষদের মাধ্যমে আরও  ৯০টি ঘর নির্মাণ করা হচ্ছে।

কে আর/ এস এ/এডিবি