ন্যাভিগেশন মেনু

শাল্লায় হিন্দুপল্লীতে বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন


সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় সংগঠনটির জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির জেলা কমিটির সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আখচাষী নেতা আব্দুল করিম, নাটোর সদর থানার সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিশু, নাট্যকর্মী সুখময় রায় বিপলু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এর আগে সুদীর্ঘকাল এই উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে। কিন্তু সেসময় অন্য সম্প্রদায়ের লোকজন নির্যাতনের শিকার হননি। কিন্তু স্বাধীনতার পরে এদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা এবং এর পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কেআর/সিবি/এডিবি