ন্যাভিগেশন মেনু

নাটোরে হয়ে গেলো বাউল গানের ২৮তম আসর


নাটোরের সদর উপজেলায় কনকনে শীত উপেক্ষা করে বাউল গানের ২৮তম আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাউল সাধক জমির উদ্দিনের বাড়িতে ব্যক্তিগত আয়োজনে চলে বাউল গানের আসর।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডাঙ্গাপাড়াসহ আশাপাশের ৩০ গ্রামের বাউল গানের শ্রোতারা ।

আত্নশুদ্ধিতে অনন্য ভাব বৈঠকি পালাগানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষে ২৮ বছর ধরে এই বাউল গানের আসর বসে এখানে।

বাউল সাধক ও আয়োজক জমির উদ্দিন জানান, মানুষে মানুষে সম্প্রীতিও জাতিবর্ণ ভেদাভেদ দূর করতে এই ধরনের বাউল গানের প্রয়োজন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের গানের মধ্যে আত্মনিয়োগ করেন বাউল শিল্পী আর ভক্তরা।

কে আর/ এস এ/এডিবি