ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়ার মৃত্যু!


নারায়ণগঞ্জ মহানগরীর নলুয়াপাড়া এলাকায় বকেয়া দেড় হাজার টাকা বাড়িভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার মারধরে মেহেদী হাসান নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা রানা মিয়া পরিবারসহ পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদী হাসানের ছেলে আল আমীনের কাছ থেকে তার বাড়িওয়ালা প্রতি মাসে দেড় হাজার টাকা ঘরভাড়া পান। বাড়িওয়ালা রানা মিয়া বকেয়া পাওনার জন্য আল আমীনকে মারধর করতে থাকলে বাধা দেন বাবা মেহেদী হাসান। এ সময় রানা মিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

ধাক্কা খেয়ে মেহেদী হাসান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আল আমীনের অভিযোগ, পাওনা টাকার জন্য বাড়িওয়ালা রানা তাকে মারধর করছিলো। খবর পেয়ে তার বাবা মেহেদী হাসান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা রানা ও তার পরিবারের লোকজন পিটিয়ে তার বাবাকে হত্যা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা ও তার পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালাচ্ছে।

এডিবি/