ন্যাভিগেশন মেনু

নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম


নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে মঞ্জুরুল ইসলামকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী দলের প্রধান নির্বাচক হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার আতহার আলী খান। তার বিদায়ের পর পদটি শূন্য হয়ে যায়। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত তিনি। এ অবস্থায় তার জায়গায় মঞ্জুরুল ইসলামকে বেছে নিয়েছেন বিসিবি।

বিসিবি'র উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী জানিয়েছেন, ‘মঞ্জুরুল ইসলামকে এক বছরের চুক্তিতে মেয়েদের ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়েছে। মেয়াদ শুরু নভেম্বর থেকে। তবে চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ‘বিসিবি এই প্রস্তাব দিয়ে জানতে চাওয়ায় আমি তাদের ইতিবাচক জবাব দেই। অনেকদিন ধরে বিসিবির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিলো। আর সেই কারণেই চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি।’

২০০১ সালে টেস্ট অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার বাংলাদেশের জাতীয় দলের হয়ে ১৭টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে খেলেছেন। মঞ্জুরুল সর্বশেষ খেলেছিলেন ২০০৪ সালে। ১৯৯৯ সালে ওয়ানডে অভিষেক হয় তার।

খেলা ছেড়ে দেওয়ার পর এ বাঁহাতি খেলোয়াড় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে চিনে ডেভেলপমেন্ট কোচ হিসেবে কাজ করেছেন।

ওয়াই এ/এডিবি