ন্যাভিগেশন মেনু

নাসিরের স্ত্রী তামিমার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ


ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তার বিদেশযাত্রা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সৌদি এয়ারলাইন্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তামিমার আগের স্বামী রাকিব হাসানের পক্ষে এ চিঠি দেন আইনজীবী ইশরাত হাসান।

সোমবার (২২ মার্চ) এই আইনজীবী সাংবাদিকদের জানান, ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি যাতে বাংলাদেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইনসকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তামিমার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গত ৯ মার্চ সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষের কান্ট্রি ম্যানেজারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা তার প্রথম স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন তার সাবেক স্বামী রাকিব। একই ঘটনায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

ওআ/