ন্যাভিগেশন মেনু

নিউইয়র্কে জলের উপর জমেছিল বাঙালির গানের আসর


তোফাজ্জল লিটন, নিউইয়র্ক থেকে: হাডসন নদীতে ভেসে চলেছে প্রমোদতরী স্কাইলাইন প্রিন্সেস। শ'তিনেক বাঙালি জাহাজে চড়েছেন নদীর পাড়ে গড়ে ওঠা নিউইয়র্ক শহর দেখবেন বলে। জাহাজটি যখন জাতিসংঘের সদর দপ্তরের সামনে তখন কণ্ঠশিল্পী রুকসানা মির্জা গাইছিলেন বাংলা গান।

রবিবার (২৭ জুন) দুপুরে শো টাইম মিউজিক আয়োজিত রিভার ক্রুজ-এর উদ্বোধন করেন ডা. হাসান চৌধুরী। তিনিও মেতেছিলেন দর্শকের সঙ্গে আনন্দ-বিনোদনে। জলের উপর জমে উঠেছিল বাংলা গানের আসর। 

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আমাদের আয়োজনে এসে মানুষ যখন আনন্দে মেতে ওঠেন আমি তখন নিজেকে সার্থক মনেকরি। মাত্র ৬০ ডলারের বিনিময়ে জাহাজে চড়ে যে কেউ দেখতে পারছেন নিউইয়র্ক শহর। সঙ্গে আছে প্রিয় শিল্পীদের গান ও খাবার। 

তিনি বলেন, অনেকেই অনুরোধ করেছেন এরকম একটি আয়োজন রাতে করতে। আমি তাদের আহ্বানে সাড়া দিয়ে ২ জুলাই রাতে একটি ক্রুজ করবো।

রিভার ক্রুজে জাহাজে চড়ে যাত্রীরা জলের উপর ভেসে ভেসে দেখেছেন জাতিসংঘের সদর দপ্তর, ব্রুকলিন ব্রিজ, গভর্নর আইল্যান্ড, স্ট্যাচু অফ লিবার্টি-সহ আরও দর্শনীয় স্থান এবং নানা নকশার গগণমুখী দালান। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করেন, বাংলাদেশ থেকে আগত শিল্পী মাহফুজা মম ও নাজ আকন্দ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ডা. হাসান চৌধুরী ও বাংলাদেশ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শিবলী সাদিক।

এডিবি/