ন্যাভিগেশন মেনু

নিউইয়র্কে বন্যায় সতর্কতা জারি


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারি বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে। সেখানে প্রথমবারের মতো বন্যায় সতর্কতা জারি করা হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও শহরে সতর্কতা জারি করেন।

তিনি বলেন, ‘আজ রাতে আমরা ঐতিহাসিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শহরজুড়ে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ভারি বর্ষণের কারণে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

জাতীয় আবহাওয়া পরিষেবা ট্যুইট বার্তায় জানায়, নিউইয়র্ক শহরের জন্য দ্বিতীয়বার এই সতর্কতা জারি করা হলো। এর এক ঘণ্টা আগেই উত্তর-পূর্ব নিউজার্সিতে প্রথম সতর্কতা জারি করা হয়। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ঝড়ে নিউজার্সিতে একজন প্রাণ হারিয়েছেন। 

সিবি/এডিবি/