ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডে মার্কেটে হামলায় আহত ৬, গুলিতে নিহত হামলাকারী


নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপার মার্কেটে ছুরি নিয়ে হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

আহতদের অকল্যান্ডের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি তিনজন আশংকামুক্ত।

শুক্রবারের (৩ সেপ্টেম্বর) বিকেল ৭টায় সংঘটিত এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

তিনি বলেন, হামলাকারী আইএসআইএল (আইএসআইএস) গ্রুপের সদস্য। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। তিনি ২০১১ সালে নিউজিল্যান্ডে এসেছিলেন।

এই হামলাকে 'এটা ঘৃণ্য, এটা ভুল' বলে অভিহিত করেন জাসিন্ডা আরডার্ন।

আর্ডার্ন বলেস, ২০১৬ সাল থেকেই তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। হামলা শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অকল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, আমরা বিশ্বাস করি যে লোকটি একা এই হামলা চালিয়েছে। বর্তমানে আর কোনও বিপদের আশংকা নেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, নিউ লিন সুপার মার্কেটে ক্রেতাদের উপর পর পর ছুরি দিয়ে হামলা চালাচ্ছে এক ব্যক্তি।

'এখানে একজন ছুরি নিয়ে আছে ... তার হাতে ছুরি আছে', একজন মহিলাকে বলতে শোনা যাচ্ছে 'কেউ ছুরিকাঘাত করেছে'। 

এর পরই এলার্ম বেজে উঠে এবং শপিংমলের একজন গার্ড সবাইকে দ্রুত মল ত্যাগের কথা বলেন।

এডিবি/