NAVIGATION MENU

নিউজিল্যান্ডে ৬ পাক ক্রিকেটার করোনায় আক্রান্ত


নিউজিল্যান্ডে সফরে থাকা পাকিস্তানের ৩৪ জন ক্রিকেটারের মধ্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘সফরে আসা পাকিস্তান দলের সকল সদস্যদের করোনা টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে। করোনা সনাক্ত হওয়া ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আইসোলেশন না মানায় পাকিস্তান ক্রিকেট দলকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ডে খেলাধুলা করতে আসা একটি বিশেষ সুযোগ, তবে এর জন্য দলগুলোকে জনগণ এবং স্টাফদের সুরক্ষিত রাখার জন্য আমারদের নিয়মগুলি মেনে চলতে হবে।’

প্রসঙ্গত, ৩টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ক্রাইস্টচার্চ পৌঁছায় পাকিস্তান দল।

এমআইআর/ওআ