ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে ২৪ আগস্ট


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বুধবার (৪ আগস্ট) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টিনে যাবে নিউজিল্যান্ড দল। মাঠে ফিরে দুই দিন প্রস্তুতি নিয়ে ২৯ আগস্ট বিকেএসপিতে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর নামবে মূল মঞ্চে।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবগুলি ম্যাচই দিন-রাতের। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও তা চূড়ান্ত হয়নি।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সাতদিনে পাঁচ টি-টোয়েন্টি খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচের মাঝে রয়েছে অন্তত একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচ ম্যাচ।

গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ। এই পর্যন্ত দুই দল মোট ১০ বার মুখোমুখি লড়াইয়ে নামলেও বাংলাদেশ এখনও কিউইদের হারের স্বাদ দিতে পারেনি।

এমআইআর/এডিবি/