ন্যাভিগেশন মেনু

নিজেকে নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে


ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের বিদায়ী ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল সোমবার  (২৫ নভেম্বর) রাতে হলে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

ড. রাশিদ আসকারী বিদায়ী শিক্ষার্থীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা এতোদিন একজন মহীয়সী নারীর নামে নামকরণকৃত একটি হলে থেকেছো। তাঁর জীবনাচরণ সম্পর্কে আমরা যদি ওয়াকিবহাল হই তাহলে কিন্তু আমাদের অনেক দৃষ্টি খুলে যাবে।

তিনি বলেন, তোমরা নিজেকে কখনো নারী নয়, মানুষ ভাববে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখনো সমাজ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পুরুষ শাসিত। কেউ-কেউ তোমাদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করতে পারে। এই আচরণে সংক্ষুব্ধ হয়ে অনন্ত সম্ভাবনাময় জীবনকে ধ্বংসের মতো কোন  চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা নেবে না।

একটা জিনিস মনে রাখবে, যাই কিছু ঘটুক না কেন সেটি কিন্তু পুরো জীবন নয়। সেটা একটি জীবনের অংশ মাত্র। সেটা যদি তুমি একদিন পার করে দিতে পারো, কালকে দেখবে নতুন সূর্যোদয় হবে।

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এবং ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বক্তব্য রাখেন।

মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সাবেক প্রফেসর ড. মোহাম্মদ মামুন, সাবেক প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে, ভাইস চ্যান্সেলর হলের তিন বিদায়ী বিদেশি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এস এস

আজকের বাংলাদেশপোস্টের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংবাদ পেতে এখানে ক্লিক করুন