ন্যাভিগেশন মেনু

নিজেদের তৈরি প্রথম করোনার টিকা নিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট


করোনাভাইরাস (কভিড ১৯) প্রতিরোধে নিজস্ব করোনা টিকা মেডিজেন বাজারে এনেছে তাইওয়ান। নিজেদের এই টিকা সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি।

সোমবার (২৩ আগস্ট) রাজধানী তাইপেই-এ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন মেডিজেনের টিকার ডোজ নিয়েছেন। খবর রয়টার্স’র।

গত মাসে তাইওয়ান তাদের এ টিকার অনুমোদন দেয়। মূলত বিদেশি টিকার উপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার টিকা সহজলভ্য থাকলেও প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন অবশ্য এর আগে কোনো টিকা নেননি।

টিকা নেয়ার সময় চিকিৎসা কর্মীদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। পুরো প্রক্রিয়াটি সরাসরি প্রেসিডেন্ট-এর ফেসবুক পেজে লাইভ দেখানো হচ্ছিল।

এরইমধ্যে সাত লাখের বেশি মানুষ মেডিজ্যান নেয়ার জন্য আবেদন করেছেন। এ ভ্যাকসিনটির ক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

ওআ/