ন্যাভিগেশন মেনু

নিবন্ধন করে ৩০ বছর বয়সীরা করোনার টিকা নিতে পারবেন


করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা ৩০ বছর করা হয়েছে। এর ফলে ৩০ বছর বয়স হলেই বাংলাদেশের নাগরিকরা এখন নিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নিতে পারবেন। 

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ৩০ বছর ও তদুর্ধ্ব বয়সীরা করোনার টিকা নিতে পারবেন।

এর আগে ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করা হয়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরেরদিন করোনার টিকা পেতে নিববন্ধনের জন্য ৪০ বছর বয়স সীমা নির্ধারণ করে সরকার। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

এ বছরের ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ জুলাইয়ের বিজ্ঞপ্তি বলছে, রবিবার (১৮ জুলাই) বেলা আড়াইটা পর্যন্ত সারাদেশে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭৫৫ জন করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই পর্যন্ত সময়ে দেশে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৭ হাজার ৪০৮ জন।

সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭ লাখ ৮৩ হাজার ৩৪৬ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ২৯৭ জন। 

ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৯ হাজার ৩১২ জন। 

মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৯ জন।

এডিবি/