ন্যাভিগেশন মেনু

নিরাপদ মাংস নিশ্চিতে ‘স্লটার হাউজ’ চালু


রাজশাহীতে নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক ‘স্লটার হাউজ’ বা পশু জবেহখানা চালু করেছে রাজশাহী সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মহানগরীর সাহেব বাজারে পশু জবেহখানার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু এই জবেহখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, নিরাপদ মাংস নিশ্চিতকরণে পশু জবেহখানার উদ্বোধন করা হলো। এটি চালুর মাধ্যমে নাগরিকরা নিরাপদ মাংস পাবেন।

তিনি আরো বলেন,পাশাপাশি পরিবেশও দূষণমুক্ত থাকবে। দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টার ফলে আমরা সাহেব বাজারে আধুনিক স্লটার হাউজ চালু করতে পেরেছি। শিগগিরই আরো কয়েকটি স্লটার হাউজ নির্মাণ করা হবে। লক্ষ্মীপুর বাজার, শালবাগান বাজার ও কোর্ট বাজারে জায়গা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান টুকু।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ব্যবসায়ী আতিকুর রহমান কালু, ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সালাউদ্দিন মিন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু। স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ড. ফরাদ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালন করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

এছাড়া সিটি করপোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ সাহেব বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সিবি/ওআ