ন্যাভিগেশন মেনু

নির্ধারিত সময়েই হবে এশিয়া কাপ: পিসিবি


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। তবে নির্ধারিত সময়েই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ ক্রিকেট হবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

বুধবার (২৪ জুন) করাচিতে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান এ কথা বলেন।

ওয়াসিম খান জানান, ‘এই করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে অনেক খেলা পিছিয়ে গেছে। কিন্তু এশিয়া কাপ ঠিক সময়েই হবে বলে প্রস্তুতি রয়েছে আমাদের। ইংল্যান্ড সফর সেরে ২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরেই সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি।’

তিনি আরও জানান, ‘আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের খেলতে আপত্তির কথা জানিয়েছে বিসিসিআই। তাই নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করা হবে। শ্রীলংকা বা আরব আমিরাতে হবে এশিয়া কাপ।’

ওয়াসিম খান বলেন, ‘বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। শ্রীলঙ্কায় করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কম। সেখানে যদি নাও হয় আরব আমিরাত তৈরি আছে।’

এশিয়া কাপের পরপরই নির্ধারিত হয়ে আছে টি-২০ বিশ্বকাপের সূচি। ঐ দু’টি আসরের পাশাপাশি নিজেদের সূচি নিয়েও পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।

ওয়াসিম খানের দেয়া এ বক্তব্যে স্পষ্ট যে, পাকিস্তানের মাটিতে আগামী এশিয়া কাপ হচ্ছে না। অথচ আগামী এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান।

ওয়াই এ/এডিবি