ন্যাভিগেশন মেনু

নির্বাচনী বিরোধের জের নিয়ে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে নিহত ২


বৈশ্বিক করোনার এই  অতিমারিকালে সামাজিক সুরক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঘটা করে বিয়ের আয়োজন। তাও আবার বিয়ের অনুষ্ঠানকালে সামান্য বিষয় নিয়ে বর-কনে পক্ষের বচসা। তাই সবার আনন্দ আয়োজন রুপ নিলো নিরানন্দে। সেই বচসাকে ছাপিয়ে দুই পক্ষ জড়িয়ে পড়লো সংঘর্ষে। সংঘর্ষ এমন পর্যায়ে গিয়ে ঠেকলো যে প্রাণ হারাতে হলো দু’জনকে। 

এ কাণ্ড বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে জড়ায় বিবদমান দুইটি গ্রুপ। নিহত হয় সিদ্দিকুর রহমান (৩০) ও আব্দুস সাত্তার ঢালী (৫৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এই ঘটনা । মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংর্ঘষের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দা  কালাম বেপারী ও তারপ্রতিপক্ষ জামাল রাঢ়ী। এই দুই গ্রুপের মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কর্মী সিদ্দিকুর রহমান। গুরুত্বর আহত অবস্থায় সাত্তার ঢালীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

এস এস