ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে কাপড়ের মাস্ক বিতরণ


করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে দশ লাখ পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক যেমন সাশ্রয়ী, আরামদায়ক তেমনি পরিবেশের সুরক্ষায় একান্ত প্রয়োজনীয়। আজ হতে আমাদের প্রত্যয় - তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পড়ুন, সেবা নিন। কাপড়ের মাস্ক নেই তো সেবা নেই। কাপড়ের মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন।

তিনি আরও বলেন, এখন থেকে সবাইকে কাপড়ের মাস্ক পরে সরকারি অফিসে সেবা নিতে আসতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আফসার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমান,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।

এসএএম/ওয়াই এ/এডিবি