ন্যাভিগেশন মেনু

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শনিবার (৮ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওই ৪ সদস্যদের গ্রেপ্তার করা হয়। তারা হলো - মো. জসিমুল ইসলাম ওরফে জ্যাক, মো. আব্দুল মুকিত, মো. আমিনুল হক ও সজীব ইখতিয়ার।

এদিন মামলার তদন্ত সংস্থা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাদের সাতদিন করে রিমান্ডের এ আদেশ দেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, একটা চাপাতি, ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।

সিবি/এডিবি/