ন্যাভিগেশন মেনু

নিষেধাজ্ঞার মধ্যেই বগুড়ায় প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন


বগুড়া থেকে সংবাদদাতা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিষেধাজ্ঞার মধ্যেই বগুড়ায় প্রেমিক-প্রেমিকার বিয়ে সম্পন্ন হলো। 

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানা সংলগ্ন আকবরিয়া হোটেলের পেছনে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের বিষয়ে উভয় পরিবার জানিয়েছে, বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার রিয়াদ নামের এক যুবকের ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার এক মেয়ের সঙ্গে।

প্রেমের সম্পর্কের পর চাকরির সুবাদে তারা ঢাকার শেওড়াপাড়ায় স্বামী- স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এরপর করোনাভাইরাস সংক্রমণ রোধে ছুটি ঘোষণা হলে তারা সেখান থেকে বগুড়ায় চলে আসেন।

বগুড়ায় এসে প্রেমিক রিয়াদ তার প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। ফোনে যোগাযোগ করতে না পেরে বুধবার সকালে মেয়েটি প্রেমিক রিয়াদের বাসায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ প্রেমিক-প্রেমিকা দু’জনকেই সদর থানায় নিয়ে আসে। ছেলে ও মেয়েপক্ষের মধ্যে বিয়েতে সমঝোতা হওয়ার পর নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাতে বিয়ে হয়েছে কিনা তা জানি না।’

এরপর উভয়পক্ষের সম্মতিতে রাত সাড়ে ১১টার দিকে সদর থানা সংলগ্ন আকবরিয়া হোটেলের পেছনে কাজী ও মাওলানা ডেকে এনে দুই লাখ টাকা মোহরানা নির্ধারণ করে বিবাহ পর্ব সম্পন্ন হয়।

এমআইআর/ এডিবি