ন্যাভিগেশন মেনু

নীলা হত্যাকাণ্ড: মিজানের ৭ দিন ও বাবা-মা ২ দিনের রিমান্ডে


সাভারের আলোচিত স্কুলশিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামী মিজানুর রহমান চৌধুরীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠান পুলিশ। এরপর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই  নির্দেশ দেন।

এর আগে গতকাল (২৫ সেপ্টেম্বর) নীলা হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি মিজানের বাবা আবদুর রহমান (৬০) ও মা নাজমুন নাহার সিদ্দিকীর (৫০) দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মিজানুর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন - প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী (২০), তার বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার (৫০)। তারা সাভারের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। এর আগে সেলিম পালোয়ান নামে প্রধান সহযোগীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সেলিম পালোয়ান সাভারের পালপাড়া এলাকার হাফিজ পালোয়ানের ছেলে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) রাতে বখাটে মিজানুর রহমান চৌধুরীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন সাভারের অ্যাসেড স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী নীলা রায়। ঘটনার পরদিন সোমবার নীলা রায়ের বাবা নারায়ণ রায় বাদি হয়ে হত্যাকান্ডে অভিযুক্ত  মিজানুর রহমান সহ মিজানের মা-বাবা ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওয়াই এ/এডিবি