ন্যাভিগেশন মেনু

নুসরাতের আর্জি


কলকাতার জনপ্রিয় নায়িকা ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিনোদন জগতে ক্ষতির জন্য আর্থিক সহায়তার আর্জি জানালেন সংসদে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) লোকসভায় নুসরাত বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাও শোচনীয়। অনেক মানুষ কাজ হারিয়েছেন। তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, তার জন্য রিলিফ প্যাকেজের ব্যবস্থা করা হোক।

সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা নিয়ে সম্প্রতি টুইট করেছিলেন আর এক অভিনেতা-সাংসদ দেবও। শুধু সিনেমা হল ও তার সঙ্গে যুক্ত কর্মীরাই নন, নুসরাতের বক্তব্যে এ দিন উঠে এসেছে ক্যামেরার নেপথ্যে কাজ করা অসংখ্য শিল্পী, টেকনিশিয়ানদের কথাও।

তিনি বললেন, রাজ্য সরকার যথাসম্ভব সাহায্যের চেষ্টা করছে। এবার কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি নিয়ে যখন রোজ সংবাদমাধ্যম সরগরম, মিডিয়া ট্রায়াল, ড্রাগস নিয়ে এত কথা হচ্ছে, তখন এই জরুরি বিষয়টিই বা কেন উপেক্ষিত থাকবে?

ওআ/