ন্যাভিগেশন মেনু

নেত্রকোণায় বই বিতরণ শুরু


নেত্রকোণায় বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক, মাধ্যমিক, ইফতেদায়ি ও কারিগরি পর্যায়ে  ৪৭ লাখ ২৬ হাজার ৫৭৪টি বই বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নেত্রকোণা জেলা প্রাথমিক ও মাধ্যমিক ও শিক্ষা অফিসের উদ্যোগে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আশরাফ আলী খান খসরু।

নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক পর্যায়ে নেত্রকোণা শহরের কালিবাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।

পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা শিক্ষা অফিসার আব্দুল গাফ্ফার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ শাহীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।

নতুন বই বছরের শুরুতেই বই পেয়ে খুশি শিক্ষর্থী ও অভিভাবকরা। এ সময় সীমিত আকারে বিদ্যালয়ের পাঠ দান শুরুর দাবি জানান ছাত্র অভিবাবকরা।

সরকারি সিদ্ধান্ত আসলে সীমিত আকারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হতে পারে জানালেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।

জেলা প্রশাসক জানান, জেলায় মোট ৪৭ লাখ ২৬ হাজার ৫৭৪ টি বই বিতরণ করা হবে। এরমধ্যে প্রাথমিকে ১৬ লাখ ৭৫ হাজার ৮৭৪টি ও মাধ্যমিকে ৩০ লাখ ৫০ হাজার ৭০০ বই রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আশরাফ আলী খান খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বিনামূল্যে বই বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ের উপবৃত্তিসহ নানা উদ্যোগের কারণে দেশের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।

এডিবি/