ন্যাভিগেশন মেনু

নেত্রকোনায় খামারে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধন!


নেত্রকোণা জেলার আটপাড়ায় পুর্বশত্রুতার জের ধরে মাছের খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামের খাইরুল ইসলামের খামারের ৮টি পুকুরের মধ্যে ৩টি পুকুরে বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে।

খামারের মালিক খায়রুল ও জহিরুল জানায়, তাদের ৮টি পুকুরে রুই, কাতলা, মহাশোল, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলো। এর মধ্যে ৩টি পুকুরে আজ ভোররাতে কোন এক সময় কে বা কারা বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হযেছে।

খামারের মালিক এহেন জঘন্য এবং অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ি বিচারের দাবী জানান।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচআর/এডিবি