ন্যাভিগেশন মেনু

নেত্রকোনায় ১০ ফুট লম্বা অজগরের দেখা


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি ১০ ফুট লম্বা বন্য অজগর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসলে স্থানীয়দের চোখে পড়ে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বয়রাতলী গ্রাম থেকে ১০ ফুট লম্বা সাপটিকে আটক করে স্থানীয় জনগন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে খাদ্য সংগ্রহ করতে লোকালয়ে চলে আসা সাপটি বয়রাতলী গ্রামের জাহাঙ্গীর কবির কাজলের বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নেয়।

এ সময় সকালে বাড়ির কাজের লোক নয়ন মিয়া গোয়ালঘর থেকে ধানের বস্তা বের করতে গিয়ে সাপটিকে দেখে স্থানীদের সহায়তায় সাপটিকে আটক করে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম অজগর সাপটিকে পুনরায় বনে ছাড়ার জন্য বনবিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন।

ওয়াই এ / ওআ

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ajkerbangladeshpost.com