ন্যাভিগেশন মেনু

নেপাল থেকে শিরোপা নিয়ে ফেরাটা হবে অসাধারণ: জেমি ডে


নেপাল থেকে শিরোপা নিয়ে ফেরাটা হবে অসাধারণ ব্যাপার। জয়ী দলকে নিয়ে আমরা জুনে বিশ্বকাপ বাছাইয়ের ৩ ম্যাচে নামতে পারবো বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে হবে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি। এই টুর্নামেন্ট নতুনদের মাঠে নামার সুযোগ তৈরি করে দিবে। আমরা দেখতে পাবো আন্তর্জাতিক পর্যায়ে তারা কতটা সফলতা পায়।’

জেমি বলেন, ‘সবার অনুশীলন বেশ ভালোই হয়েছে। আশা করি ভালো ফল পাবো। তবে আগেও বলেছি আমরা জয়ের থেকে বেশি মনোযোগ দিচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে কতটা ভালো করতে পারি।’

১৮ মার্চ ঢাকা ছাড়বে লাল-সবুজরা। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে নেপাল ছাড়াও বাংলাদেশের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল।

আগামী ২৩ মার্চ জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল। ২৭ মার্চ দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের সেরা দল নিয়ে ফাইনাল বসবে ২৯ মার্চ।

এমআইআর/ওআ