NAVIGATION MENU

নেশনস লিগে জার্মানির প্রথম জয়


উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো জোয়াকিম লোর দল জার্মানি।

ইউক্রেনের ঘরের মাঠ কিয়েভে ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকার গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ডাই ম্যানশকাফটরা।

ইউক্রেনের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শেষ তিন ম্যাচে জয়হীন ছিলো ডাই ম্যানশকাফটরা।

ম্যাচে ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকা দুইজনের গোলেই তিন ম্যাচ পরে জয়ের মুখ দেখে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি হারলে কিংবা ড্র করলে নেশনস লিগের পরবর্তী রাউন্ডে খেলার সমীকরণটা বেশ কষ্টকর হতো জার্মানদের জন্য।

ম্যাচে জার্মানদের দখলে ছিলো প্রায় ৭৩ শতাংশ বল। কেবল বলের দখলই নয় সেই সঙ্গে আক্রমণেও দুর্দান্ত ডাই ম্যানশকাফটরা। গোরেতজেকা, গ্ন্যাব্রি আর ড্রাক্সলাররা ১৭টি শট নিয়েছে গোলবরাবর, গোলের টনি ক্রুস, জশুয়া কিমিচরা মিলে তৈরি করেছেন ১৪টি গোলের সুযোগ যার মধ্যে ৬টি বড় সুযোগ ছিলো।

২-১ গোলের ব্যবধানে জয়ে উয়েফা নেশনস লিগে ১, গ্রুপ ৪'র দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। ৩ ম্যাচে ২ ড্র এবং ১ হয়ে ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে জার্মানি। আর সমান ম্যাচে ২ জয় আর ১ ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

এমআইআর/এডিবি