ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে করোনায় গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু


নোয়াখালী জেলার মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯৬ জন। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার ১৮ দশমিক ৭১।

সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ জানান, রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১২০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন পুরুষ রোগী মারা গেছেন। হাসপাতালে ৬ জন নারী ও ২ জন পুরুষ রোগী নতুন করে ভর্তি হয়েছেন। মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন, যার মধ্যে ২০জন নারী ও ১৫ জন পুরুষ। এদেরমধ্যে ৮ জন রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, সবশেষ জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫১৩টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, সেনবাগে ১১ জন, বেগমগঞ্জে ৮ জন, হাতিয়া ও কোম্পানীগঞ্জে ৫ জন করে ও চাটখিলে ৪ জন এবং সুবর্ণচরে ৩ জন রোগী রয়েছে।

জেলায় মোট ১৯ হাজার ৯৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৯৬ জন। আইসোলেশনে আছেন ২ হাজার ৯৩৬ জন।

ডিএ/এসএ/এডিবি/