ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে দুর্গাপূজায় শিশুদের নতুন জামা দিলো স্বপ্ন


নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী গরীব ও পথ শিশুদের মাঝে উপহার হিসেবে নতুন জামা তুলে দিয়েছেন ‘স্বপ্ন এক চিলতে হাসির জন্য’ নামক একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাইজদীতে সংগঠনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নারী নেতৃ লায়লা পারভিন ও স্বপ্নের সভাপতি মাইনুল হাসান শিমুল।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, অসহায় দরিদ্র পরিবারের পক্ষে বিশেষ দিনে নিজের সন্তানদের তেমন কিছু দিতে পারেন না। তাই করুনা নয়, ভালোবাসা থেকে শিশুদের মাঝে নতুন জামা তুলে দিয়ে তাদের আনন্দের ভাগিদার হলো স্বপ্ন।

গত ৭ বছর ধরে ‘স্বপ্ন এক চিলতে হাসির জন্য’ নামের এ সংগঠনটি বঞ্চিত, হত দরিদ্র শিশু, পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা ও ঈদ সামগ্রী উপহার দেওয়া, দরিদ্র পরিবারের স্কুলপড়ুয়াদের ১০ টাকায় শিক্ষা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ডি এ/ ওয়াই এ/এডিবি