ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে ১৩ ইউপি ও এক পৌরসভা নির্বাচন সোমবার


নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ও কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার নির্বাচন (২০ সেপ্টেম্বর) সোমবার অনুষ্ঠিত হবে। তবে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহিরুল হক রায়হান নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন হবে।

নির্বাচনকে সামনে রেখে রবিবার (১৯ সেপ্টেম্বর) প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীও পৌঁছেছে কেন্দ্রে। নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ৮৬টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৩জন, পুরুষ সদস্য পদে ২৯৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সুষ্ঠু করতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্টেট, তিন জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৫ জন পুলিশ, এক হাজার ৪৬২ জন আনসার, ৬ প্লাটুন কোস্টগার্ড, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৫টি টিম, মোবাইল ফোর্স ৭টি ও ৩টি স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া সুবর্ণচরে ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৭ জন, পুরুষ সদস্য পদে ২০৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন। ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ৮১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এখানে নিরাপত্তায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫৭ জন পুলিশ, ৯৫২ জন আনসার, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি টিম, ৬টি মোবাইল ফোর্স ও ২টি স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএ/এডিবি/