ন্যাভিগেশন মেনু

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০ পেলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়


কারিগরি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’ পেয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের হাতে পদক ও সনদ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ই-মনিটরিং অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম (ইএমপিইএস) বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার জন্য সরকারি পর্যায়ে কারিগরি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলা প্রশাসক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জরিপের খতিয়ানসমূহ ভূমি মালিকদের হাতে সহজে তুলে দিতে অনলাইন খতিয়ান প্রদান ও ডিজিটাল রেকর্ড রুম তৈরির উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের ফলে খুব দ্রুততম সময়ে ভূমিসেবা পাচ্ছেন জেলাবাসী।

এডিবি/