ন্যাভিগেশন মেনু

ন্যাশনাল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল


ন্যাশনাল ব্যাংক ও সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাদ আসর প্রধান কার্যালয়সহ দেশব্যাপী ব্যাংকের ২১৩ টি শাখায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিকদার গ্রুপ অব কোম্পানিজ এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।

কোরআনখানি, বিশেষ দোয়া ও মোনাজাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর রায়েরবাজারে অবস্থিত জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এবং শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গণভোজ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় সিকদার পরিবারের পক্ষ থেকে শরিয়তপুর জেলার দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, হাজারো মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে গত ১০ ফেব্রুয়ারি, ২০২১ চির বিদায় নেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই মহান ব্যক্তিত্ব। বীর মুক্তিযোদ্ধার নিজ হাতে গড়া প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকার রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়। এই গুণীর মৃত্যুর মধ্য দিয়ে একটি ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটলেও, তাঁর জীবদ্দশায় প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান তাঁরই প্রদর্শিত পথে সমাজ ও দেশের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে।

ওআ/