ন্যাভিগেশন মেনু

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু


নড়াইল থেকে সংবাদদাতা:  নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ইয়ানুর হোসেন (৩৭) করোনা উপসর্গ নিয়ে (জ্বর ও শ্বাসকষ্ট) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ইয়ানুর হোসেন নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, বৃহস্পতিবার দুপুরে ইয়ানুর হোসেন শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ানুর হোসেনর গ্রামের বাড়ি সদর উপজেলার আউড়িয়ায়। তিনি নড়াইল শহরের মাছিমদিয়ায় স্ত্রী এবং ৪ বছরের ছেলে মাহামুদুল হাসানকে নিয়ে বসবাস করতেন।

শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এডিবি/