ন্যাভিগেশন মেনু

নয়নডোরোর আশা ১০০ স্ত্রী, ১০০০ সন্তান


জিম্বাবোয়ের ৬৬ বছর বয়সি মিসহেক নয়নডোরোর আশা  ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১০০০ সন্তান।তিনি  ভরভরন্ত সংসার রেখে যেতে চান মিসহেক!

প্রাক্তন সেনার এই অদ্ভূত খেয়ালের সূত্রপাত ৩৮ বছর আগে। তাঁর কথায়, 'বহুগামিতার এই প্রজেক্ট শুরু করেছিলাম ১৯৮৩-তে, আর জীবনের শেষ দিন পর্যন্ত তা চালিয়ে যেতে চাই।' 

এই বয়সেও যৌন সম্পর্কে দারুণ পারফরম্যান্স দেওয়ার জন্য রীতিমতো কসরত করেন তিনি। পরিবার বৃদ্ধির অ্যাজেন্ডা নিয়ে প্রতিরাতে অন্তত চারজন স্ত্রীর ঘরে যান।

মিসহেকের স্পষ্ট কথা, 'এটাই আমার জীবিকা। এ ছাড়া আমি আর কিছু করতে চাই না। বেশি বয়সি থেকে অল্পবয়সি, সব স্ত্রীকে খুশি রাখাও তো একটা শিল্পকলা। সকলে সেটা পারে না।' 

এত সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও মিসহেকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এখন তাঁর দুই স্ত্রী সন্তানসম্ভবা, ফলে মিসহেকের ঘরে নতুন অতিথি এলো বলে! কিন্তু এতজনের পেট চালাতে সমস্যা হয় না?

মিসহেকের দাবি, এতগুলো সন্তান আদতে তাঁর ঘরে অভাব দূর করতে সাহায্যই করে। আর স্ত্রীরা নিত্যনতুন পদ রেঁধে খাওয়ান। সকলের রান্নার মধ্যে যাঁরটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল! রাজকীয় জীবন বোধহয় একেই বলে!

এস এস