ন্যাভিগেশন মেনু

পক্ষকাল জুড়েই বৃষ্টির সম্ভাবনা


শুধু মাসের বাকি দিনগুলো জুড়েই নয়- অক্টোবরের প্রথম সপ্তাহেও থাকছে বৃষ্টি। রাজধানী ঢাকাসহ সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।

দেশের বেশির ভাগ এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এসময় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হতে পারে। এতে দেশের বেশির ভাগ এলাকার গড় তাপমাত্রা কমে আসতে পারে।

মূলত, মৌসুমি বায়ুটি বাংলাদেশ, ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা পর্যন্ত বিস্তৃত আছে, যা মাসের বাকি সময়জুড়ে থাকতে পারে। এই বায়ু সক্রিয় থাকায় মাসের বাকি দিনগুলোর বেশির ভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম, বাংলাদেশে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হওয়ার প্রধান কারণ মৌসুমি বায়ু। বায়ুর সঙ্গে থাকা জলীয় বাষ্পের কারণে বৃষ্টি শুরু হয়েছে। আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হিক্কার কারণে আরব সাগর থেকেও বিপুল পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগরে এসে হাজির হয়েছে।

এদিকে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হিক্কা গতকাল সন্ধ্যা সাতটায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আঘাত করেছে। এর প্রভাবে আরব সাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে ভারতের গুজরাট, তেলেঙ্গানা ও উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

এছাড়া, বাংলাদেশের ভেতরে ও উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ নদ-নদীর পানি বেড়ে গেছে। ইতিমধ্যে দেশের ৯৩টি নদ-নদীর মধ্যে ৬৫টিতে পানি বেড়েছে।

এমআইআর / এস এস