NAVIGATION MENU

পজিটিভ নেগেটিভ সকল শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’


জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশু, কভিড পজিটিভ হোক বা নেগেটিভ, তাদের ভিটামিন এ খাওয়াতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় বলা হয়, ‘আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।’

আরও বলা হয়, ‘শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না। স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা ঘন ঘন সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন।‘

এমআইআর/এডিবি