ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে ছাত্রলীগের উদ্যোগে স্বাধীন ফিলিস্তিন দাবিতে পতাকা উত্তোলন


পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীন  ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিটি পতাকা উত্তোলন করেছে। 
জানা যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা ছাত্রলীগ আজ সকালে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। পদযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে  কলেজ মাঠ থেকে ফিলিস্তিনি পতাকা, বিভিন্ন প্লাকাট, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ পদযাত্রা বের করে  পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে পঞ্চগড় চৌরঙ্গী  মোরে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি  আবু মোঃ নোমান  হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক মো: সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য  মোঃ জাহিদ হাসান জনি ইসলাম ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক  মোঃ জুবায়ের ইসলাম।

বক্তারা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও বাইডেন সরকার গণতন্ত্রের তকমা ঝুলিয়ে নিজেরাই গণতন্ত্র লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মদদে ইসরাইলের নিতানীয়াহু সরকার স্বাধীনতা কামি ফিলিস্তিনি জনসাধারণকে নির্বিচারে হত্যা করছে। বাংলাদেশ ছাত্রলীগ এই ধরনের হত্যার তীব্র প্রতিবাদ নিয়ে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার যাওয়ার জন্য জাতিসংঘ সহ  এশিয়া ও ইউরোপের রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।